ভারতে করোনার টিকা প্রয়োগের ৪র্থ দিনে টিকা নিয়ে ৫৮০ জন এর অসুস্থ হবার খবর পাওয়া গিয়েছে, প্রভাবশালী পত্রিকা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এই তথ্য নিশ্চিত করেছে এছাড়া ২ জন এর মৃত্যুর খবর ও এসেছে। এছাড়াও ৭ জন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি যাদের মধ্যে ৩ জন দিল্লিতে, ২ জন কর্ণটক ও ১ জন উত্তরখন্দ এ। বিশেষজ্ঞরা বলছেন সবার জন্য ভ্যাক্সিনেশন নয়। বয়স, অন্যান্য অসুস্থতা বিবেচনায় নিয়ে এই ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনা করা উচিত। যাদের ভ্যাক্সিনেশন প্রদান করা হয়েছে তাদের মধ্যে ০.১৮ শতাংশ মানুষ এর সরিরে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে বলে ভারত সরকার এর পক্ষ থেকে বলা হয়েছে।
এদিকে বাংলাদেশ এ ভারত সরকারের উপহার স্বরূপ ২০ লাখ ডোজ ভ্যাক্সিন আগামীকাল দেশে আসছে প্রতিদিন অগ্রাধিকার ভিত্তিতে ২ লাখ ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
তথ্য সুত্র ও ছবিঃ www.financialexpress.com
0 Comments