করোনা টিকা নেওয়ার পরই একের পর এক মৃত্যু নরওয়েতে। সবমিলিয়ে এখনও পর্যন্ত সংখ্যাটা তেইশ জনের। নরওয়ে জুড়ে এখন তাই ভ্যাকসিন আতঙ্ক। নরওয়েতে বিতর্কের কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন। উল্লেখ্য, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই নরওয়েতে টিকাদান পর্ব শুরু হয়েছিল।
প্রথম ধাপে যাঁরা টিকা নেন, তাঁদের মধ্যেই ২৩ জনের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে, যা পরে গুরুতর আকা নেয়। নরওয়ে সরকারের বক্তব্য, এ ক্ষেত্রে অসুস্থ ও বয়স্কদের টিকা নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। ভ্যাকসিনের বেশ কিছু সাইড এফেক্ট দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই।
তথ্য সুত্রঃ zeenews.india.com
ছবিঃ news.cgtn.com
0 Comments